মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদ পুণর্মিলনী 

মোঃ নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত: ৯ জুলাই ২০২৩  

মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই জুলাই) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

"হৃদয়ের টানে, প্রাণের শিক্ষাঙ্গনে" এই শ্লোগানকে সামনে রেখে আব্দুল বাতেন মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসাইন সরকার ও হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সুপার এ.কে. এম আব্দুর রহমান ও প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও সভাপতি শাহান সাহাবুদ্দিন। 

অনুষ্ঠানটিতে বিশেষ আলোচক ছিলেন গাজীপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রাক্তন শিক্ষার্থী মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওলানা ইদ্রীস, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন বিএসসি ও জয়নুল আবেদীন জসীম। 

অনুষ্ঠান শেষে উপস্থিত ভোটের মাধ্যমে শাহান সাহাবুদ্দিনকে প্রধান উপদেষ্টা করে কে.এম জাহিদুল ইসলাম কে আহ্বায়ক ও মোবারক হোসেন কে সদস্য সচিব করে গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর